নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২১,জুলাই :: রাস্তা মেরামতির দাবিতে বিজেপির বিক্ষোভ। খানাখন্দে ভরা রাস্তার উপর পদ্ম গাছ ও ধানের চারা গাছ পুঁতে বিক্ষোভ। এই রাস্তার উপর দিয়ে কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া প্রতিনিয়ত আসা-যাওয়া করেন।দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তায় জমছে জল । নিকাশী নালার জল ওই রাস্তার মধ্যে করছে ছড়াচ্ছে দুর্গন্ধ প্রতিনিয়ত যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। দুর্গাপুর বিধান নগর ২৭ নম্বর ওয়ার্ড মার্টিন লুথার সরণীর রাস্তায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মীরা।
তাদের দাবি দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল দশা নর্দমার জল রাস্তায় এবং রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পথচারী বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছে প্রতিনিয়ত।