দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের গঙ্গাধরপুর এলাকার রাস্তার মেরামত করা হয়নি ।যার ফলে ওই এলাকার বাসিন্দারা চরম সমস্যার মধ্যে পড়েছেন । কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল নিয়ে যেতে ও গ্রামবাসীরা সমস্যায় পড়েন বলে গ্রামবাসীরা জানান। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি ।তাই নিরুপায় হয়ে শুক্রবার সকাল নটা নাগাদ পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরগী সরেন। তিনি গ্রামবাসীদের সাথে আলোচনা করেন এবং গ্রামবাসীদের দাবি মেনে দ্রুত রাস্তাটি মেরামত করার আশ্বাস দেন ।গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর শুক্রবার বেলা এক টা নাগাদ পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয়। এরপর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে কাজ শুরু করে রাধানগর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা।
গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় যে রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে আগামী দিনে তারা ফের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত অফিসে কাজের জন্য আসা অনেকেই বাড়ি ফিরে যায় । পঞ্চায়েত প্রধান পুরগী সরেন বলেন ওই রাস্তাটি মেরামত করার দরকার আছে। খুব দ্রুত রাস্তাটি মেরামত করার কাজ শুরু করা হবে ।