রাস্তা সংস্কারের দাবিতে দিদির দূত বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে ঘিরে ক্ষোভ সাধারণ মানুষের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: ৩রা,এপ্রিল :: উত্তর পানপাড়া থেকে চামটা পর্যন্ত গ্রামের রাস্তা খারাপ । রাস্তা সংস্কারের দাবিতে দিদির দূত বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে ঘিরে ক্ষোভ জানালো উত্তর ২৪ পরগনার গোপালনগর আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পানপাড়া খড়ের মাঠ গ্রামের   বাসিন্দারা ।

এদিন দিদির দূত কর্মসূচি চলাকালীন পাড়া গ্রামের একটি হরিচাঁদ মন্দিরে যান দিদির দূত বিশ্বজিৎ দাস। মন্দির থেকে বেরোতেই সাধারণ মানুষ তাকে দেখে ঘিরে ক্ষোভ জানিয়ে রাস্তা সংস্কারের দাবি করেন । গ্রামবাসীদের দাবি, একাধিকবার পঞ্চায়েতে জানিয়ে কোন লাভ হয়নি।

পঞ্চায়েত প্রধান গুরুত্ব দেয়নি তেমনই দাবি করেন স্থানীয় বাসিন্দারা । রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে সেখান থেকে সাধারণ মানুষের ক্ষোভ থেকে মুক্ত হন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিদির দূত বিশ্বজিৎ দাস । বিশ্বজিৎ দাসের দাবি ওই এলাকার মেম্বার বিজেপির। তিনি নিজের বাড়ির সামনে রাস্তা পঞ্চায়েতে পাঠিয়েছেন। সেই রাস্তা হয়েছে। কিন্তু গ্রামবাসীদের এই রাস্তার কথা তিনি পঞ্চায়েতে জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + five =