রাস্তা হয়নি , উধাও রাস্তা তৈরীর টাকা , দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মহিলাদের

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ৭,নভেম্বর :: বড় বড় করে জ্বলজ্বল করছে ফলক । সেখানে উল্লেখ রয়েছে রাস্তার কাজ শুরু হয়েছে কবে এবং রাস্তার কাজ কবে শেষ হয়েছে। রাস্তা নির্মাণের জন্য কত টাকা ব্যয় করা হয়েছে । সেই টাকার পরিমাণও উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ পৃথক।

রাস্তা নির্মাণে বরাদ্দ টাকা উড়ে গিয়েছে। রাস্তা হয়ে পড়ে রয়েছে যৎসামান্য । বেশিরভাগ অংশই এখনো কাঁচা। পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামের মহিলারা।

গ্রাম বাংলার মাটির রাস্তা থেকে শুরু করে ইটের রাস্তা সেগুলিকে কংক্রিটের স্থায়ী রাস্তা নির্মাণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গ্রামের রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সাগরের রামকরচর অঞ্চলের অন্তর্গত হরিণবাড়ি এলাকার চিত্রটা যেন অন্যরকম। পথশ্রী প্রকল্পের আওতায় হরিণবাড়ি বালিকা বিদ্যালয় থেকে তড়িৎ মাইতির বাড়ি পর্যন্ত প্রায় ১.১ কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য বরাদ্দ হয় ৪১ লক্ষ্য ৮৪ হাজার ৪৪২ টাকা। এই রাস্তা নির্মাণ কাজ শুরু হয় ৮/৫/২০২৩ সালে আর রাস্তার কাজ শেষ হয় ১৬/০৬/২০২৩ ।

এমনটাই জ্বলজ্বল করছে সাইনবোর্ডে। কিন্তু এলাকাবাসীদের দাবি রাস্তার কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। রাস্তার কাজ শুরু হলেও এখনো প্রায় ৫০০ থেকে ৬০০ মিটার কাজ সম্পূর্ণ হয়নি। বর্তমানে রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে । তার জেরে সমস্যার মধ্যে পড়েছেন এলাকার মানুষজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =