নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: সোমবার ২৭,নভেম্বর :: রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে অজয় নদীতে স্নান করতে তলিয়ে গেল যুবক । সোমবার সকালে এই ঘটনা ঘটে অজয় নদীর ভীমগড় ঘাটে । ঘটনা সূত্রে জানা যায় পরিবার ও প্রতিবেশীদের সাথে রাস পূর্ণিমার পূর্ণ স্নান করতে উখরার সারদার পল্লীর বাসিন্দা বছর চৌদ্দর মৃদুল বর্ণওয়াল ।
প্রতিবেশী দুই বন্ধুর সাথে স্নান করতে নামলে মৃদুল ও তার দুই বন্ধু জলের মধ্যে তলিয়ে গেলে , বাকি পুন্যার্থী ও এলাকার মানুষের প্রচেষ্টায় দুই বন্ধুকে উদ্ধার করা গেলেও অজয় নদীতে তলিয়ে যায় বছর চোদ্দোর উখরার সারদা পল্লীর বাসিন্দা মৃদুল বর্ণওয়াল ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । অজন নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একের পর এক অজয় নদীতে স্নান করতে এসে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ।

