নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: সোমবার ২৭,নভেম্বর :: রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে অজয় নদীতে স্নান করতে তলিয়ে গেল যুবক । সোমবার সকালে এই ঘটনা ঘটে অজয় নদীর ভীমগড় ঘাটে । ঘটনা সূত্রে জানা যায় পরিবার ও প্রতিবেশীদের সাথে রাস পূর্ণিমার পূর্ণ স্নান করতে উখরার সারদার পল্লীর বাসিন্দা বছর চৌদ্দর মৃদুল বর্ণওয়াল ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । অজন নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একের পর এক অজয় নদীতে স্নান করতে এসে মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ।