নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শনিবার ২০,সেপ্টেম্বর :: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন। শনিবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী দুর্বল। দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে তাঁর কোনও সুদূরপ্রসারী পরিকল্পনা নেই।”
রাহুলের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় যুবকদের প্রতিভার কদর থাকলেও আমেরিকার H-1B ভিসার কঠোর নিয়ম ও সীমাবদ্ধতার কারণে হাজার হাজার যোগ্য ভারতীয় চাকরির সুযোগ হারাচ্ছেন।তাঁর বক্তব্যে কটাক্ষ করে উঠে আসে, “আমাদের যুবকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ পেতে মরিয়া, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তাঁদের স্বার্থে কোনও শক্তিশালী পদক্ষেপ নিতে পারেন না। দুর্বল নেতৃত্বের কারণে ভারতীয়রা বঞ্চিত হচ্ছেন।”
বিজেপি অবশ্য রাহুলের এই মন্তব্যকে কংগ্রেসের “অভ্যাসগত সমালোচনা” বলে উড়িয়ে দিয়েছে। শাসকদলের মুখপাত্রের মন্তব্য, “প্রধানমন্ত্রী মোদী বিশ্বের মঞ্চে ভারতের সম্মান বহুগুণ বাড়িয়েছেন। ভারতীয় আইটি পেশাদারদের জন্য সুযোগও বেড়েছে। রাহুল গান্ধী আসলে দেশের সাফল্য দেখতে পাচ্ছেন না।”
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে কর্মসংস্থান এবং কূটনৈতিক সাফল্য—এই দুই ইস্যুতে বিরোধীরা যে সরকারকে ঘিরে আক্রমণ শানাবে, রাহুল গান্ধীর বক্তব্য তাতে একধাপ এগিয়ে দিল।