নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেভাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রত্যক্ষ সহযোগিতায় বিজেপি কর্তৃক ভারতবর্ষের সাধারণ নাগরিকদের ভোট চুরির ঘটনা পরিসংখ্যান সহ প্রমাণ করেছেন,
তারই পরিপ্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর -১ নং ব্লক কংগ্রেস ভারতবর্ষের সাধারণ নাগরিকদের ভোটাধিকারের রক্ষা করতে এবং নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ভোট লুঠের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাহুল গান্ধীর “ভোট চোর, গোদ্দি ছোড়” স্লোগান কে সামনে রেখে দুর্গাপুর A-zone আশীষ মার্কেটে এক প্রতিবাদ সভা ও গন সাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী নির্বাচন কমিশন ও বিজেপির যৌথভাবে ভোট লুঠ ষড়যন্ত্রের তীব্র নিন্দা করেন এবং সাধারণ নাগরিকের ভোটাধিকার কে সুরক্ষিত করার দাবি জানান।
অন্যান্যদের মধ্যে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস নেতা রনজিৎ মুখার্জী ও সুদীপ্ত কর্মকার প্রমুখ।
এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলার প্রবীণ নেতা তপন সিনহা, ২ নং ব্লক কংগ্রেস সভাপতি সৌমেন বাউরি, মলয় মজুমদার, বরুণ দাস, বাসুদেব মুখার্জী, সুমনা গুহ সহ দলের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন দুর্গাপুর -১ নং ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী।