সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত এক শিশু সহ ছজন । আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কৃষ্ণচন্দ্রপুরে । ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ রায়দিঘি-মথুরাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আহতরা রায়দিঘি সূর্যপুরে বাসিন্দা । রায়দিঘি থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে এলে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে অটোতে থাকা ছয়জন আহত হয় । এর মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় সকল আহত যাত্রীদের বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার কারণ হিসাবে স্থানীয়রা দাবি করছে যে লাগামহীন গাড়ির গতি। লাগামহীন গতির কারণে বারবার পথ দুর্ঘটনা ঘটে চলেছে চলেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ । দুর্ঘটনার পর চম্পট দেওয়া চালক ও অটোটির খোঁজ চালাচ্ছে পুলিশ।