নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নেপাল :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: সাতসকাল প্রবল ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে ৭.১ মাত্রার কম্পন অনূভূত হল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়।
রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার পর্যন্ত কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাতেও। প্রথম কম্পনের পরে আরও দুবার আফটার শকে কেঁপে ওঠে নেপাল-তিব্বত সীমান্ত।
ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়। কম্পনের উৎসস্থল নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ্যাং। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয় রিখটার স্কেলে ৭.১ মাত্রায়। এই কম্পনের প্রভাব পড়ে দিল্লি, বিহার-সহ উত্তর ভারতের বিরাট অংশে।
আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আমজনতা। কোচবিহারেও ভালোরকম কম্পন অনূভূত হয়। ঘরের মধ্যে থাকা জিনিসপত্র দুলে ওঠে। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।