নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ২৬ শে মার্চ :: রিচাকে সবদিক থেকেই সাহায্য করবে শিলিগুড়ি পুরসভা। আজ নিজে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তিনি জানালেন ঋদ্বিমানের পরে রিচা ঘোষ ভারতের এবং শিলিগুড়ির মান বাড়িয়েছে।তাই আমাদের দায়িত্ব পড়ে যায় ওর জন্য কিছু করবার। ওর বাবা একসময় ভালো ক্রিকেট খেলেছে।
তাই ওর বাবাই দায়িত্বে থাকবে রিচার যাবতীয় প্রয়োজনের জন্য। আমরা শুধুমাত্র পাশে দাড়িয়ে সাহায্য করে যাব বলে জানালেন মেয়র।তিনি আরো জানালেন শিলিগুড়ি পুরসভার তরফ থেকে রিচাকে আর্থিকভাবে সাহায্য করা হবে যাতে ওর যা যা দরকার সবকিছু কিনতে পারে।
আমরা পুরনিগমের তরফ থেকে রিচার জন্য বেশকিছু আধুনিক ক্রিকেট ব্যাট রিচার হাতে তুলে দেব।আর কিছু স্পোর্টস স্যু কিনে দেব ভেবে রেখেছি। এই বিষয়ে রিচার সাথে কথা বলেই সিদ্ধান্ত নেব আমাদের ঠিক কি কি দরকার। এদিন মেয়র আরো জানান শুধুমাত্র রিচাই নয় শিলিগুড়িতে সমস্ত প্রতিভাবান খেলোয়ারদের পাশে দাড়াবে শিলিগুড়ি পুরনিগম।
সময় এলে সবার হাতে অর্থ এবং ক্রীড়া সরঞ্জাম তুলে দেবে শিলিগুড়ি পুরনিগম বলে জানালেন মেয়র গৌতম দেব। এবারের বাজেটে ক্রীড়াক্ষেত্রে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানালেন মেয়র।