নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ৭,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার আকিপুর এলাকা একটি মেছোঘেরি থেকে শাহজাহান মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় আকিপুরের একটি মেছোঘেরির আলা ঘরের মধ্যে রেখে দিয়েছিল দুটি রিভলবার এবং পাচ রাউন্ড গুলি।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়।সেই খবর ভিত্তিতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে এবং উদ্ধার হয় আগ্নেয়অস্ত্র গুলি।শাহজাহান মন্ডল এর নামে এর আগে মাটিয়া থানা সহ একাধিক জায়গায় চুরি ছিনতাই ডাকাতির অভিযোগ আছে।কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো পেলো তা খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ।ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।