নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: মঙ্গলবার ১৯,আগস্ট :: ৭ এপ্রিল কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আশ্বাস দেন যোগ্য অযোগ্য সবার পাশে তিনি থাকবেন। প্রথমে যোগ্যদের টা দেখবেন, পরে অযোগ্যদেরটাও খতিয়ে দেখা হবে।
সেদিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য সরকার। তিনি সকলকে রিভিউ পিটিশনের উপর ভরসা রাখতেও বলেন।
এছাড়াও তাঁর আশ্বাস ছিল, ‘তিনি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। পরিষ্কার করে বলছি কোনও রাখঢাক নেই, যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করব।’ তিনি আরও জানিয়েছিলেন, ‘পথ হারিয়ে গেলে নতুন পথ খুঁজে পাওয়া যায়। পথে চলতে গেলে ভাঙা রাস্তা আসতেই পারে। সেই রাস্তা পেরিয়েই এগিয়ে যেতে হয়।
আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি।’ তার প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানায়।
একই আবেদন জানায় চাকরিহারাদের একাংশ। এদিন সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ার পর বল এখন পুরোপুরি নবান্নের কোর্টে। ইতিমধ্যেই সুপ্রিম আদেশ মেনে নিয়ে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। কিন্তু প্ল্যান বি, সি, ডি ,আর ই বা কি বলছে জানাক সরকার ।