নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: শনিবার ১৩,এপ্রিল :: রিষড়া পুরসভার বাগখালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃনমূলের পতাকা তুলে নেন বেশ কিছু বাম কর্মী।এরপর রিষড়া বাগখাল থেকে বেশকিছু ওয়ার্ড ঘুরে, বিধানচন্দ্র কলেজ পর্যন্ত বিকালের প্রচার করেন শ্রীরামপুরের তৃণমূল পার্থী।
এই দিন তার মিছিলে পা মেলান পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী,শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় , রিষড়া পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও দলীয় কর্মীরা।
পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জঙ্গী ধরা পড়া বিষয়ে বলেন,আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা মুখ্যমন্ত্রী এতটাই ঠিক রেখেছেন যে কোন জঙ্গি বেশি দিন এসে নিরাপদে থাকতে পারবেনা।তায় পুলিশের তৎপরতা তাই ধরা পড়েছে।
আমরা লক্ষ্য করে দেখেছি এই জঙ্গিদের সঙ্গে বিজেপিদের একটা সম্পর্ক রয়েছে।জঙ্গীরা এসে আশ্রয় নিচ্ছে কোথায় শুভেন্দু অধিকারী যেখানে রাজনীতি করে সেই কাঁথিতে।অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কে নষ্ট করার একটা চক্রান্ত আছে কিনা সেটাও তদন্ত হওয়া উচিত।