নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৩রা,এপ্রিল :: রিষড়ার ঘটনা নিয়ে প্রতিবাদ হাওড়াতেও। বিজেপির তরফ থেকে চলছে প্রতিবাদ বিক্ষোভ। হাওড়ার কাজিপাড়ার অশান্তির ঘটনার পর এবার হুগলির রিষড়া। রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে হামলার অভিযোগ ওঠে।
ওই মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা। ঘটনায় প্রকাশ, রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই ওই মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ইটবৃষ্টি শুরু হয়। গাড়ির কাচ ভাঙে।
আহত হন বিধায়ক আহত বিধায়ক বিমান ঘোষ। বিধায়ককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে আজ সদর বিজেপির ডাকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় হাওড়ায়। দলের হাওড়া সদরের সভাপতি মনিমোহন ভট্টাচার্য এই বিক্ষোভের নেতৃত্ব দেন।
মণিমোহন ভট্টাচার্য বলেন, গতকাল শ্রীরামপুর সাংগঠনিক জেলার রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়। এই হামলায় অনেক রামভক্তের সাথে বিধায়ক বিমান ঘোষ আহত হন। এই হামলার প্রতিবাদে হাওড়ায় আমরা এক প্রতিবাদ অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি।