নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: ৬ই,এপ্রিল :: রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোষ্ঠী সংঘর্ষের খবর সামনে উঠে আসছে। হাওড়া, রিষড়ার মতো জায়গায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসনও। পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর আদালতও।
তাই নতুন করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো রাজ্যে স্পর্শকাতর জায়গা গুলির জন্য ৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। হনুমান জয়ন্তীর জন্য ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় জওয়ানরা। যা নিয়ে শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির ব্যারাকপুর সাংগাঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, রাজ্যে আইনের শাসন নেই। তাই আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। অন্যদিকে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, মহামান্য আদালতে রায়কে আমরা স্বাগত জানাই। আমাদের মুখ্যমন্ত্রীও আদালতে রায়কে সাধুবাদ জানিয়েছেন।
যদিও বিষয়টি নিয়ে খানিক কটাক্ষ শোনা গেছে তৃণমূল নেতার গলায়। তিনি বলেন, আমরা কথায় কথায় বলি রাম রাজত্ব, এর মানে সুশাসন। কিন্তু বিজেপি নেতারা বাইরে থেকে যেভাবে গুন্ডা এনে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে তা মানুষ নজরে রাখছে। তবে আদালতে রায়কে মান্যতা দিয়ে তিনি এও জানান, আদালত জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী বাংলায় নামানো হচ্ছে মানে এই নয় যে রাজ্যে আইনশৃঙ্খলা ব্যর্থ।