নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: ৪ঠা এপ্রিল :: রিষড়ায় অশান্তি প্রবণ এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি রিষড়ার চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় উপস্থিত হন। সেখানে পায়ে হেঁটে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকায় দ্রুত শান্তির ফেরানোর বার্তা দেন তিনি।
পাশাপাশি দু’দিনের অশান্তির ঘটনায় দুষ্কৃতিদের রেয়াত করা হবে না বলেও তিনি জানিয়ে দেন। এ দিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তা ছিল এলাকায়। বিগত দু’দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার সকাল থেকে গোটা শ্রীরামপুর ও রিষড়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। যার জেরে শ্রীরামপুর বটতলায় বিজেপির ধর্ণা মঞ্চ হলেও সেই অনুষ্ঠান বানচাল করে দেয় পুলিশ।
এই দু’দিনের অশান্তির জেরে আখেরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়লেন বলে দাবি সকলের। ব্যবসায়ীদের করুণ অবস্থা। বিশেষ করে ফল ব্যবসায়ীরা রোজার মাসে দোকান বন্ধ রাখায় ক্ষতির মুখে পড়েছেন। একই অবস্থা অন্যান্য ব্যবসায়ীদেরও। ঘটনায় রাজনৈতিক নেতৃত্বরাও এলাকায় শান্তি চাইছেন।