রি-কল পিটিশন ফাইল করা হয়েছে জানালেন অরূপ রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইনজীবীদের পরামর্শমতো একটি রি-কল পিটিশন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, “আইনজীবীদের পরামর্শমতো অর্ডার রি-কল করার জন্য একটা রি-কল পিটিশন ফাইল করা হয়েছে। সেটা জমা করা হয়েছে।

পরবর্তীকালে সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। এরমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে।” অরূপ রায় বলেন, রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী ওই মামলাতে রি-কল পিটিশন দায়ের করা হয়েছে। যেটা আদালতের বিচার্য্য হবে। এর উপরে সিদ্ধান্ত নেবে আদালত।

তবে ইডিকে বাদ দেওয়ার কোনো কথা ওই পিটিশনে লেখা হয়নি। শুধুমাত্র হাইকোর্টের সিদ্ধান্ত ও নির্দেশকে পুনঃবিবেচনা করার জন্য আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =