রীতিমতো ২০ দিনে সাদা কাগজ দিয়ে দুর্গাপ্রতিমা করে পুজো শুরু করে দিয়েছে ঋতম মন্ডল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি  :: চেতনার গভীরে থাকে শিল্পের বোধ, ভাবনা ডানা মেলে রঙ রেখায়, শিল্প কর্মে। আর সেই শিল্পচেতনা ছড়িয়ে পড়ে ভিন্ন অলংকরণে। এমনই চিত্র ধরা পড়লো চুচুঁড়া স্টেশন বঙ্কিমকাননে ঋতম মন্ডলের বাড়ী গিয়ে। রীতিমতো ২০ দিনে সাদা কাগজ দিয়ে দুর্গাপ্রতিমা করে পুজো শুরু করে দিয়েছে।

চন্দননগর শ্রীঅরবিন্দ বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেণীর ছাত্র ঋতম ছোটবেলা থেকেই কাগজ কেটে দুর্গা প্রতিমার সাথে জগদ্ধাত্রী, সরস্বতী প্রতিমা তৈরী করে পুজো করে থাকে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। কাগজ কেটে কেটে তৈরী করেছে চালচিত্র। আর একঘণ্টার মধ্যেই চালচিত্র সাজিয়ে তুলেছে রঙ ও তুলিতে।

বাড়ীতে গিয়ে দেখা গেল ঋতম নিজেই পুজো করছে, মা পুজোয় সাহায্য করছেন । আমরাও ঋতমের হাতের কাজের তারিফ করছি, ভবিষ্যতে ঋতম শিল্পী হয়ে আরো প্রতিষ্ঠিত হোক সেই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 13 =