কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৮,নভেম্বর :: রীতি মেনে কুমারী পূজার আয়োজন করা হলো গোবরজোনা কালী মন্দিরে। রতুয়া দুই ব্লকের গোবরজোনা কালী মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানের পরের দিন এই কুমারী পূজা করা হয়। সেই মতো শনিবার এই কুমারী পূজার আয়োজন করা হয়।
কালী পূজার প্রায় ১৫ দিন পর মহাযজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে এই কালীমন্দির প্রাঙ্গণে। গতকাল থেকে চলছে যজ্ঞ অনুষ্ঠান। তবে এই কুমারী পূজাকে কেন্দ্র করে মানুষের সমাগম রয়েছে চোখে পড়ার মতো।
রতুয়া দুই ব্লকের বিভিন্ন এলাকা থেকে মানুষ কুমারী পূজা দেখতে ভিড় জমান মন্দির প্রাঙ্গনে। এলাকারই কিশোরী আধিয়া মিশ্রকে কুমারী রূপে পূজা করা হলো। জমজমক এর মধ্য দিয়ে চলছে পূজার যাবতীয় কর্মসূচি