রুইডাঙা পঞ্চায়েতের ডাউয়াগুড়ি এলাকায় বাইসনের তান্ডব ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙা পঞ্চায়েতের ডাউয়াগুড়ি এলাকায় বাইসনের তান্ডব ।

এদিন সকালে ডাউয়াগুড়ি সংলগ্ন হরিমন্দির এলাকায় দুটো বাইসন দেখতে পান স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা, বনদপ্তরের কর্মীরা জানান বাইসন দুটোকে উদ্ধারের চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =