নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কিয়েভ / ব্যুরো নিউজ :: শুক্রবার ২৯,আগস্ট :: রাশিয়ার চালানো ভয়াবহ ড্রোন হামলায় ইউক্রেনের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কৃষ্ণসাগরে অবস্থানরত ইউক্রেনের এই নৌযানটিকে নিশানা করে একের পর এক ড্রোন আক্রমণ চালানো হয়। জাহাজটি ডুবে যাওয়ার ফলে ইউক্রেনের নৌ-শক্তিতে বড় ধাক্কা লেগেছে বলে সামরিক বিশেষজ্ঞদের মত।
চিত্র পরিচিতি :: কৃষ্ণা সাগরে রুশ যুদ্ধ জাহাজ :: সৌজন্য ইন্টারনেট
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের ফলে তা সম্পূর্ণভাবে অকেজো হয়ে সমুদ্রের তলায় তলিয়ে যায়। ইউক্রেনের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত জাহাজ ধ্বংসের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।
রাশিয়ার দাবি, এই অভিযান কৃষ্ণসাগরে ইউক্রেনীয় নৌসেনার কার্যক্ষমতা দুর্বল করার জন্য চালানো হয়েছে। অন্যদিকে, কিয়েভ জানিয়েছে, তারা রাশিয়ার আক্রমণ মোকাবিলায় পাল্টা হামলা জোরদার করছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বারবার রুশ ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে ইউক্রেনের সামরিক ঘাঁটি ও জাহাজ। বিশেষজ্ঞদের মতে, এবারকার হামলায় ইউক্রেনের সামুদ্রিক প্রতিরক্ষার বড় ক্ষতি হলো।