নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৯,জুলাই :: মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প রূপশ্রী। আর এই রূপশ্রীতে এবার দুর্নীতি ছায়া। আজ হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার রূপশ্রী আবেদনকারীদের আবেদন পত্র এলাকায় গিয়ে খতিয়ে দেখতে হাতে তিন ভুয়া আবেদনকারীর হদিস পেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।
আজ দুপুরে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদী লামা, ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিই ও অষ্টমী ঘোষ। এদিন ব্লকের এই পরিদর্শন দল দৌলতপুর ইসলামপুর ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন। ওই সমস্ত এলাকা থেকে আসার রূপশ্রী প্রকল্পের আবেদন গুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন।আর এই খতিয়ে দেখতে গিয়ে ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে দুজন এবং হাতি ছাপা গ্রামে এক জন ভুয়া আবেদনকারী কে হাতেনাতে ধরে ফেলেন। কাগজপত্র খতিয়ে দেখে জানা যায়, তারা ইতিমধ্যেই বিবাহিত। অবিলম্বে আধিকারিকরা সিদ্ধান্ত নেন এই তিনজনের আবেদন পত্র বাতিল করা হবে এবং ব্লক প্রশাসনকে এ বিষয়ে রিপোর্ট দেওয়া হবে।
যদিও অভিযুক্তদের পরিবারের লোকেরা জানান তাদের মেয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে আবেদন করেছিল। এ বিষয়ে তারা কিছু জানেন না।
এ প্রসঙ্গে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি বলেন আজ ওই সমস্ত এলাকায় মোট ১৩ টি আবেদনকারীর আবেদনপত্র এলাকায় গিয়ে খতিয়ে দেখলাম সেখানেই তিনজন আবেদনকারী আবেদনপত্র সন্দেহ হয় তারপরই তদন্তে উঠে আসে এই আবেদনগুলো বিয়ের পর তারা করেছে। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব আবেদনপত্র গুলি বাতিল করা হয়েছে।