সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্য ভারতীয় দাবাড়ুর। ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ থেকে দিব্যা দেশমুখ, বিশ্বদাবায় সাফল্যের শিখরে নাম ভারতীয়দের।তাহলে ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালীই বা পিছিয়ে থাকেন কেন? গতবারের মতো এবারও ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন হলেন তিনি। সেই সঙ্গে বিশ্বসেরা হওয়ার দিকে এক কদম এগোলেন বৈশালী।