নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২০,মার্চ :: রেপ্টো হলিক্স পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে উদ্ধার করা হলো আহত এক প্যালাস গাল পাখিকে। আহত ওই পাখিটিকে চিকিৎসা করে পরিবেশ সংগঠনের সদস্যরা। জানা গেছে কর্কট গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে এক কৃষক এই পাখিটিকে পায়।
খবর পেয়ে পরিবেশপ্রেমীর সদস্যরা সেখানে পৌঁছে যায়। সদস্যরা ওই পাখিটিকে উদ্ধার করে নিয়ে এসেছে চিকিৎসা করে তারপর আদিনা বিয়ার পার্কের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এই পাখিটিকে এলাকায় দেখা যায় না। এই পাখিটি দক্ষিণ রাশিয়া থেকে মঙ্গোলিয়া এলাকায় দেখা যায় শীতকালে এই পাখিগুলি ভারতের দিকে চলে আসে।
অনুমান করা হচ্ছে হয়তো আকাশে উড়তে উড়তে অসুস্থ হয়ে পড়ে পাখিটি জমিতে পড়েছিল। এক চাষী পায় তখনই খবর পেয়ে ছুটে যায় সংগঠনের সদস্যরা। সদস্যরা উদ্ধার করে আদিনা ডিয়ার পার্কে বনদপ্তরের হাতে তুলে দেয়। বর্তমানে তার ঠিকানা আদিনা ডিয়ার পার্ক।