সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মৌসুনী দ্বীপ :: সোমবার ২৭,মে :: প্রবল ঘূর্ণিঝড় রেমাল সোমবার থেকে সাগরদ্বীপ সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় তান্ডব লীলা চালাচ্ছে। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি ও পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়া দাপটে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় একের পর এক ভেঙে পড়ছে গাছ।
গাছের ডাল ভেঙে বাড়িতে পড়ে মৃত্যু হল বছর আশির এক বৃদ্ধার। মৃত ওই বৃদ্ধার নাম রেনুকা মন্ডল বাড়ি দক্ষিণ ২৪ পরগনা মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে বাড়িতে বসে খাওয়া-দাওয়া করছিল বছর আশির রেনুকা মন্ডল।
সেই সময় বাড়ির পাশে থাকা একটি গাছের মোটা ডাল ভেঙে বাড়ির ছাদে এজবেস্টারের উপর এসে ভেঙে পড়ে এরপর এজবেস্টার সহ গাছের ওই প্রকাণ্ড ডালটি রেনুকা মন্ডলের বুকের উপর পড়ায় ঘটনা স্থলেই মৃত্যু হয় রেনুকা মন্ডলের।
অন্যদিকে বকখালিতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আহত হয় এক ব্যক্তি। ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দরিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয়রা। রেমালের তাণ্ডবের জেরে জলমগ্ন একাধিক এলাকা।