নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: মহাকুম্ভে পবিত্র স্নান করতে, দিল্লি রেল স্টেশনে ট্রেন ধরার তাড়াহুড়ো কেড়ে নিল ১৮ জনের প্রাণ। পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারালো সাত বছরের শিশু থেকে ৭৯ বছরের বৃদ্ধ।
রেল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ ও রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিয়ালদা স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়,
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। স্টেশনের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে তারা শিয়ালদহ স্টেশনে বিভিন্ন প্লাটফর্ম গুলিতে মিছিল করে।