নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দেবীপুর :: শনিবার ১,ফেব্রুয়ারি :: রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদার ও বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত দেবীপুর রেলস্টেশন এলাকায়।
জানা যায় দেবীপুর রেলস্টেশন চত্বরে বিগত ৫০ থেকে ৬০ বছর ধরে প্রায় ১০০ টির বেশি গরীব মানুষ দোকানদারি করে দিন গুজরান করতেন,হঠাৎ রেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেয় এবং তবে রাতারাত টোটো ওয়ালাদের টেন্ডার দিয়ে দেয় রেল কর্তৃপক্ষ।
তাতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদার, এবং তাদের সাথে আন্দোলনে যুক্ত হন বিজেপি কর্মী সমর্থকরা।
রেললাইন অবরোধের কারণে দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন।ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন তারপরেই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
তবে গরিব দোকানদারদের স্টেশন চত্বর থেকে তোলা যাবেনা এবং টোটো ওয়ালাদের টেন্ডার দেয়া যাবে না এই দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা।