নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ৮,জানুয়ারি :: রেলের জন্য জমি দিয়েও মিলছে না টাকা | প্রতিবাদে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কৃষকদের। সোমবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, হিলির ধলপাড়া অঞ্চলের কয়েকশো কৃষক তাদের জমি ও বসত বাড়ির জায়গা প্রায় ছমাস আগে রেলদপ্তরের হাতে তুলে দিয়েছেন।
হিলি-বালুরঘাট নতুন রেললাইন সম্প্রসারণের জন্য সেই জমি তারা হস্তান্তর করেছে রেলদপ্তরের হাতে। দীর্ঘ ছমাস ধরে তার টাকা দিতেই গড়িমসি করছে রেলদপ্তর। একাধিকবার প্রশাসনের দারস্ত হয়েও সমস্যার সমাধান হয়নি তাদের। যার প্রতিবাদেই এদিন কয়েকশো কৃষক হিলি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছুটে এসে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় ।