রেলের “জীবন রক্ষা”প্রকল্প।রক্ষা পেলো যাত্রীর জীবন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনের কর্তব্যরত আরপিএফ জওয়ানের তৎপরতায় জীবন রক্ষা পেল এক যাত্রীর। ঘটনাটি ঘটে ৮ জানুয়ারী বুধবার। শালিমার স্টেশনে ২০৮৩১ সম্বলপুর মহিমাগোসাই এক্সপ্রেস প্ল্যাটফর্ম নং ১ থেকে রাত ৯ টা ২০ মিনিটে ছাড়ে।

চলন্ত ট্রেনে প্রায় ৩৫ বছর বয়সী একজন পুরুষ যাত্রী ওঠার চেষ্টা করছিলেন। তিনি ভারসাম্য রাখতে না পেরে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ জওয়ান এন সি মোহন্তের নজরে পড়ে।

তিনি ছুটে গিয়ে ওই যাত্রীর হাত ধরে টেনে বের করে তার জীবন রক্ষা করেন। এরপর তাকে নিরাপদে ওই ট্রেনে তুলে দেন।সমস্ত ঘটনা প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এ ব্যাপারে যাত্রীদের সতর্ক করা হচ্ছে বলে জানান রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =