রেলের সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে-শামিল আসানসোল স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: সাফাই কর্মীদের অভিযোগ তাদের নিয়ম মেনে বেতন দিচ্ছে না ঠিকাদার সংস্থা। নতুন ঠিকাদার কাজ নেয়ার পরে ৯০০০ টাকা করে বেতন দেবে বলছে। সাফাই কর্মীদের দাবি তাদের ন্যূনতম ১২০০০ টাকা বেতন দিতে হবে , পিএফ, ই এস আই ও মাসের চারটি ছুটি দিতে হবে।

এই দাবি তুলে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালো তারা। সাফাই কর্মীদের সুপারভাইজার মলয় রজক বলেন, “আমরা ১৬ বছর ধরে এখানে কাজ করছি। শ্রমিক পোটাল অনুযায়ী আমাদের ওয়েজেস পাওয়ার কথা। ডি আর এম সাহেব এসে বলেছিলেন ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন হওয়ার দরকার।

নতুন ঠিকাদার সংস্থা এসে ৯০০০ টাকা বেতন দেবে বলছে। তাই কাজ বন্ধ রয়েছে” দাবি অনুযায়ী বারো হাজার টাকা বেতন দাবি করছেন বিক্ষোভকারী সাফাই কর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =