রেল দুর্ঘটনায় আহত কুকুরকে সুস্থ করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দার নিলায়ন ভট্টাচার্য।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: সোমবার ৬,নভেম্বর :: জীব সেবা যেন শিব সেবা সেই বাণী এখনো আধুনিক সমাজে রয়ে গিয়েছে। রেল দুর্ঘটনায় আহত কুকুরকে সুস্থ করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দার নিলায়ন ভট্টাচার্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দক্ষিণ বারাসাত ও বহুরু রেল লাইনের মাঝে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয় একটি পথ কুকুর। সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পশু প্রেমিক নিলায়ন। গুরুতর আহত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করে ওই যুবক । এরপর কুকুরটিকে নিয়ে নিজের বাড়িতেই সুস্থ করার জন্য চিকিৎসা শুরু করে নিলায়ন।

রেল দুর্ঘটনায় আহত কুকুরটির দুটি পা গুরুতরভাবে জখম হয়েছে। কুকুরটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে সে। প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মানুষের সবচেয়ে বিশ্বস্ত পোষ্য হলো কুকুর। এ প্রসঙ্গে ওই পশু প্রেমী বলেন জীবনে চলার পথে হয়তো অনেক রকমের খারাপ কাজ করেছি। এবার মনে হয় একটা ভালো কাজ করলাম। এ পৃথিবীতে আমাদের যতটা বাঁচার অধিকার আছে ঠিক ততটাই ওদেরও অধিকার আছে ।

তাই মানুষ যদি এই পথ কুকুরদের খেতে নাইবা দিল কিন্তু তাদের উপরে বেশ কিছু মানুষ আছে তারা চরম অত্যাচার করে। এ খবর কমবেশি আমাদের কানে আসে। এইসব মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলি খেতে না দিয়ে তাদেরকে যদি একটু ভালবাসে তাতেই হয়তো তারা অনেকটাই খুশি থাকবে।

তবে আমি এই কুকুরটা বলে কথা নয় ভবিষ্যতে যদি এরকম ধরনের আর কুকুর আমার চোখের সামনে কোন রকম বিপদে পড়ে আমি আবারো ঝাঁপিয়ে পড়বো এবং এর মত তাদেরকেও বাঁচানোর চেষ্টা করে সুস্থ পরিবেশে তাদেরকে ফিরিয়ে দেবার চেষ্টা চালিয়ে যাব এটাই আমার অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + ten =