সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ৪,জুন :: শুক্রবার উড়িষ্যার বালেশ্বরের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কাকদ্বীপ বিধানসভা এলাকায় মৃত্যু হয়েছে তিনজনের। রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কাকদ্বীপে এসে পৌঁছন বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পাল ।
কাকদ্বীপের মধুসূদন গ্রাম পঞ্চায়েতের ৬৪ বাড়ি এলাকায় মিরাজ শেখের বাড়িতে দেখা করতে যাওয়ার সময় বিজেপি নেত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে । এরপর প্রথম দফার বাধা অতিক্রম করে গ্রামে ঢুকতেই আবার দ্বিতীয় দফায় অগ্নিমিত্রা পালেকে রাস্তা আটকায় তৃণমূল কর্মী সমর্থকেরা।
এবার রাস্তার মাঝখানে গাছের গুড়ি রেখে “গো ব্যাক” স্লোগান দিতে থাকে কর্মী সমর্থকেরা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী । বিজেপি নেত্রীর সাথে বেশ কিছুক্ষণ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশও । অবশেষে, ট্রেন দুর্ঘটনায় মৃত বুদ্ধদেব বাগের বাড়িতে পৌঁছান অগ্নিমিত্রা ।
পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি । তিনি জানান, আমরা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা মানুষের পাশে দাঁড়াতে এসেছি।