নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৪,মে :: ৭৫৭৪২ডিএন ধুবড়ি-শিলিগুড়ি ডেমুতে কাজ করার সময়, লোকো পাইলট শ্রী সুরজিৎ ভট্ট এবং সহকারী লোকো পাইলট শ্রী এস. সানা
গতকাল বিকাল ৫.০২ মিনিটে হাসিমারা-মাদারিহাটের মধ্যে ১৩০/৭ কিলোমিটারে ৪ টি ভারতীয় গৌড় (বাইসন) কে ট্র্যাক পার হতে দেখেন । অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ট্রেনটি নিয়ন্ত্রণ করেন। ট্রেনটি ৫ মিনিট আটকে থাকে।