রেল পুলিশের আবাসনের পুকুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের কার্তুজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: রবিবার ৯,মার্চ :: কাঁথি রেলস্টেশন ১০০ মিটারের মধ্যে রেল পুলিশের আবাসনের পুকুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের কার্তুজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর থেকে রেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবশ্রী সান্যাল সহ রেল আধিকারিকেরা। ৩৯৩ টি কার্তুজ উদ্ধার করে নিয়ে যায়।

প্রচুর পরিমাণে কাতুজ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এলো বিপুল পরিমানে কার্তুজ? গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

জানা গিয়েছে, রেল পুলিশের আবাসনে একজন রেল পুলিশ পুকুরে মাছ ধরতে গিয়ে ব্যাগ ভর্তি কার্তুজ বিষয়টি নজরে আসে । তারপরেই রেল পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

খড়গপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার দেবশ্রী সান্যাল সহ একাধিক পুলিশ অধিকারীরা কাঁথি স্টেশনে পৌঁছান। ঊর্ধতন পুলিশ আধিকারিকের উপস্থিতিতে পুরো পুকুরে তল্লাশি চালানো হয়।

সেই কাজে সহযোগিতা করেন কাঁথি থানায় পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ৩৯৩ টি কার্তুজ উদ্ধার করেন। একে ৪৭, নাইন এম এম, থ্রি নট থ্রি সহ একাধিক ব্যবহৃত কার্তুজ বলে জানা যায়।

খড়গপুর ডিভিশন রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবশ্রী শ্যন্যাল বলেন ” স্থানীয় রেল পুলিশ পাশে একটি ছোট্ট পুকুরে মাছ ধরার সময় ব্যাগের মধ্যে কার্তুজ দেখতে পান। ৩৯৩ টি একাধিক বন্দুকের গুলি পাওয়া গেছে। ভারতীয় দণ্ডবিধির দীঘা জিআরপি’তে মামলা করা হয়েছে। তদন্ত চলছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =