নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: শুক্রবার ২৩,জুন :: পঞ্চায়েত নির্বাচনের আবহে এবার উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়ার আদ্রা রেল শহর ।রেল শহর আদ্রায় ভর সন্ধেবেলা গুলিবিদ্ধ তৃণমূল নেতা। তাঁকে গুরুতর জখম অবস্থায় রঘুনাথপুর সুপার পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে ধনঞ্জয় বাবুকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় ।
বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন মারা যান ধনঞ্জয় বাবু ।জানা গিয়েছে, গুলিবিদ্ধ আদ্রা টাউন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে ও তাঁর নিরাপত্তা রক্ষীও গুলিবিদ্ধ ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা বেলা আদ্রার পাঁড়ে গলির দলীয় কার্যালয়ে বসেছিলেন ধনঞ্জয় বাবু । প্রশাসন সূত্রে জানা যায়, ধনঞ্জয়বাবুর দেহে মোট তিনটি গুলি লাগে একটি গুলি তার দেহরক্ষীর পেটে লাগে ।
ধনঞ্জয় চৌবের দেহরক্ষীকে দুর্গাপুর এর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় ফের রেল শহর আদ্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আজ সকাল থেকেই পুরুলিয়া আদ্রা স্টেশন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা