নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বসিরহাট :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: রেল স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী প্রৌঢ়। অভিযুক্তের দোকানে তালা মারলো এলাকাবাসীরা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী প্রৌঢ়।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার শিয়ালদহ-হাসনাবাদ শাখার নিমদাঁড়িয়া-কোদালিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বছর ৫০ এর আকবর ঢালী প্রতিবেশী ১৩ বছরের অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নিজের দোকানে ডাকে।
ওই সময়ে ঐ প্রৌঢ়ের দোকানে কেউ না থাকার সুবাদে ওই নাবালিকাকে দোকানের পিছনে একটি ফাকা জায়গায় ধর্ষণ করে ওই প্রৌঢ়। ধর্ষণের পর যাতে ওই নাবালিকা কাউকে ঘটনার কথা না জানায় তার জন্য তাকে হুমকিও দেয়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তারপর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে।
ঘটনার কথা জানতে পেরে ওই নাবালিকা ছাত্রীর মা বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বসিরহাট থানার পুলিশ আকবর ঢালী নামক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।
ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার সকালে এলাকাবাসীরা ওই প্রৌঢ়ের দোকানের তালা মেরে দেয়। মঙ্গলবার ওই নাবালিকা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বসিরহাট জেলা হাসপাতালে। পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।