নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: রেল হাসপাতালেই চিকিৎসা পাচ্ছেনা রেল কর্মী। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ অন্যান্য রেল কর্মীদের। চাপে পড়ে চিকিৎসার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আসানসোল রেল ডিভিশনের রেল হাসপাতালের ঘটনা।।
ক্যন্সার আক্রান্ত অবসর প্রাপ্ত রেল কর্মী
ক্যন্সার আক্রান্ত অবসর প্রাপ্ত রেল কর্মী চিকিৎসা না পাওয়ার অভিযোগ আসানসোল রেল হাসপাতালের বিরুদ্ধে। আবেদন জানিয়েও চিকিৎসা না পাওয়াই বিক্ষোভে নামল অন্যন্য রেল কর্মীরা। কোলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে রেল কর্মীর ক্যান্সার ধরা পড়ে ।
এরপর আসানসোল রেল হাসপাতালে চিকিৎসার জন্য এসে চিকিৎসা না পেয়ে চরম সমস্যায় পড়ে। পরে অন্যন্য রেল কর্মীকে সমস্যার কথা জানালে হাসপাতালে বিক্ষোভ দেখায় রেলকর্মীরা। পরে চাপে পড়ে চিকিৎসার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।