নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: রেশন দোকানের চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়া গেল এমনটাই অভিযোগ তুললেন রেশন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে।
রেশন গ্রাহকদের অভিযোগ এদিন তারা রেশন নিতে এলে রেশন থেকে যে চাল তাদের দেওয়া হয় সেই চালে এর মধ্যে সাদা সাদা এক ধরনের চাল তারা দেখতে পান। সেই চাল দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের, স্থানীয়রা বলছেন তারা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর, তাদের এই চাল দেখেও সন্দেহ হয় এটি সেই প্লাস্টিকের চাল নয় তো ?
রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে বনগাঁ মার্কেটিং থেকে তারা এই চাল নিয়ে এসেছে, এই সম্বন্ধে তাদের কোন ধারণা নেই । ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুকদেব শিকারি জানিয়েছেন গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাপ্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।