রেশন ডিলারকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ভাই এর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের ঘটনা।ঘটনার প্রতিবাদে কুলটিতে সমস্ত এমআর রেশন ডিলাররা ৫ দিনের ধর্মঘটে সামিল হয়েছেন।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে।কুলটির নিয়ামতপুরে এক রেশন ডিলারের বিরুদ্ধে উপভোক্তাদের কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছিল।অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ জাকির হোসেনের ভাই মহম্মদ সাগির হোসেন রেশন ডিলার রোহিত বলোদিয়াকে মারধর করে বলে অভিযোগ।

সেই মারধরের ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল।এমনকি তৃণমূল কাউন্সিলর রেশন ডিলারের কাছ থেকে মাসোয়ার নিতো।এইবার সেই টাকা না দেওয়ার জন্য এই গন্ডগোলের ঘটনা বলে দাবি রেশন ডিলারের।মাসোয়ার টাকা চাওয়ার অডিও ক্লিপ সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

নিরাপত্তার অভাব বোধ করায় কুলটিতে সমস্ত এমআর রেশন ডিলাররা ৫ দিনের ধর্মঘটে ধর্মঘটে সামিল হয়েছেন।যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের ভাই মহম্মদ সাগির হোসেন। এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর জাকির হোসেন কোনো মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 5 =