নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়ার ‘কিডনি কেয়ার অ্যাসোসিয়েশানে’র তরফে দাবি করা হয়েছে, এর আগে হাসপাতাল থেকে এই রোগীদের এক মাসের প্রয়োজনীয় এরিথ্রোপ্রোটিন ইঞ্জেকশান একসাথে দেওয়া হতো। বর্তমানে সেই সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটির বেশী ইঞ্জেকশান দেওয়া হচ্ছেনা ।
ফলে ডায়ালেসিস করা দৃরদূরান্তের রোগীদের হাসপাতালে আসা দুঃসাধ্য হয়ে পড়েছে। জীবন সংশয়ের মতো আশঙ্কা করছেন তাঁরা। ঐ ইঞ্জেকশান খোলা বাজারে কিনলে দাম পড়বে ১২০০ টাকা। যে খরচ সব রোগী ও তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। এই অবস্থায় এক মাসের প্রয়োজনীয় ইঞ্জেকশান একসাথে দেওয়ার দাবি জানান তাঁরা।শুক্রবার ঐ দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ঐ সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান।