নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: ৫০০ বেডের কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিনই পূর্ব বর্ধমান, নদীয়া হুগলী সহ ৩ জেলার কয়েক হাজার মানুষ প্রতিদিনই আসা-যাওয়া করে এই হাসপাতালে । আর সেই রোগীদের পরিবারের কথা মাথায় রেখে কালনা পৌরসভার উদ্যোগে সূচনা হলো মা ক্যান্টিনের।
রোগীর পরিজনের এর হাতে খাবার তুলে দেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, পৌরপতি আনন্দ দত্তরা।এছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌরপতি তপন পড়েল, কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্টরা।
ইতিমধ্যেই কালনা পৌরসভার উদ্যোগে কালনা পৌরসভার সন্নিকট মা ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাতের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন ৩০০ মানুষের জন্য প্রথম পর্যায়ে মা ক্যান্টিনে খাবার পরিষেবা চালু হল। কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন কালনা হসপিটালে এই পরিষেবা চালু হলো।
আগামী দিনে জায়গা দেখা হয়েছে সেখানে আরো বড় করে চালু করার পরিকল্পনা রয়েছে। পাঁচ টাকায় ডিম ভাত পটল চিংড়ি ডাল, দুপুর বেলা পাতে পেয়ে খুশি রোগীর আত্মীয়রা।