কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৬ শে মার্চ :: রোজগার বাড়লেও ১৫০০ বেশি অস্থায়ী কর্মীদের মাস মাইনে দেওয়াটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষের কাছে । যদিও ২০২২-২৩ অর্থ বর্ষে ইংরেজবাজার পুরসভার আয় বেড়েছে প্রায় ১৩ কোটি টাকারও বেশি। সুতরাং ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১৭৯ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে ইংরেজবাজার পুরসভায়।
শনিবার ইংরেজবাজার পুরসভায় শাসক দল তৃণমূলের ২৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। যাতে ২০২৩-২৪ অর্থ বর্ষে বাজেটে ধরা হয়েছে ১৬৮ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার ২৭২ টাকা। অর্থাৎ প্রায় ১৬৯ কোটি টাকা বলা যেতে পারে।
এদিন ইংরেজবাজার পুরসভার মোট ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২৬ টি ওয়ার্ডের নির্বাচিত তৃণমূল দলের কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন বাজেট বৈঠকে। বাকি বিরোধী দলের তিন কাউন্সিলর এদিনের বাজেট বৈঠকে উপস্থিত হন নি।