নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। শুরু হতে চলেছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন। তারপরে রয়েছে চকলেট ডে টেডি ডে , এবং একেবারে সপ্তাহের শেষে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন।
শিলিগুড়ির বিধান মার্কেটের ফুলের বাজারে গোলাপের বাহার। বিভিন্ন ফুলের দোকানগুলিতে রয়েছে গোলাপ। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন গোলাপের দাম যথাক্রমে ১৫ থেকে ২০ টাকা পিস প্রতি। ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছেন রোজ ডে সেই উপলক্ষে গোলাপ ফুল ভালই বিক্রি হবে।
পাশাপাশি তারা আরো জানিয়েছেন ব্যাঙ্গালোরের গোলাপও চলে আসবে, যে গোলাপ আরো দেখতে সুন্দর রংবেরঙের হয় সেই গোলাপ।
ব্যাঙ্গালোরের গোলাপের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে। দাম একটু বেশি ৩৫ থেকে ৪০ টাকা পিস প্রতি। প্রত্যেক বছর এই রোজডের সময় গোলাপের একটা আলাদা রকমের চাহিদা থাকে।
সারা বছরই গোলাপের চাহিদা থাকলেও এই সময় যেন চাহিদা আরো বেড়ে যায়, বেড়ে যায় গোলাপ ফুলের বিক্রি। দোকানদাররা আশা রাখছেন প্রত্যেক বছরের মত এ বছরও ভালোই বিক্রি হবে।