নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৩,সেপ্টেম্বর :: রোটারী ক্লাব মহানগর ব্লাড ব্যাঙ্ক এবং বাগবাজার সারদা মিশনের সহযোগিতায় হাওড়ার শতাব্দ প্রাচীন উচ্চ বিদ্যালয় হাওড়ার ব্যাঁটরা মধুসুধন পালচৌধুরী ইনস্টিটিউশন তে আজ বিনা খরচায় ছাত্রদের থ্যালাসেমিয় পরীক্ষা করা হয়।স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন ভারতবর্ষে থ্যালাসেমিয়া একটা মারণ রোগ। এই রোগকে আমরা সারাতে পারি না কিন্তু প্রতিরোধ করতে পারি। মানুষের সচেতনতার অভাবে আমরা জানতে পারি না কারা এই রোগে আক্রান্ত। যদি জানা থাকে তবে তার প্রতিরোধ করা যায়।
আমরা স্কুলে এই প্রথম থ্যালাসেমিয়া পরীক্ষার ব্যাবস্থা করি ছাত্রদের। আমার আশা অন্যান্য স্কুলও যদি এই ধরনের পোগ্রাম করে তাহলে এই রোগকে অনেকটাই প্রতিরোধ করা যাবে।