নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা অন্তর্গত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের রসপুঞ্জ মিলিটারি ক্যাম্প সংলগ্ন এলাকায় ৭৫ নম্বর রোডের উপর রাস্তার ধারে থাকা পরপর প্রায় ১২টি দোকানে আগুন লেগে যায়
পাশে বেশ কয়েকটি কাটা গ্যাসের দোকান থাকার কারণে গ্যাস সিলিন্ডার বাস্ট করার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।আগুন লেগে যাবার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাবার চেষ্টা চালাচ্ছে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। এখনো চলছে আগুন নেভানোর কাজ। রাস্তা অবরুদ্ধ গাড়ি চলাচল বন্ধ।