রোহিত জাদেজার জোড়া শতরান! প্রথম দিনেই চালকের আসনে ভারত

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ১৬,ফেব্রুয়ারি :: হাই ভোল্টেজ ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনেই চালকের আসনে ভারত। জোড়া সেঞ্চুরির দাপটে প্রথম দিনের শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। রোহিত শর্মার ফর্ম নিয়ে বিস্তর কাটাছেড়া চলছিল, এই সিরিজে নিজেকে ঠিকমতো মেলে তুলতে পারছিলেন না । আজ সেঞ্চুরি করে আবারও নিজের মহিমায় রোহিত শর্মা।

১৩১ রান করে আউট হন, ১৪ টি চার ও তিনটি ছয় রয়েছে যার মধ্যে। এদিন আরও একটি সেঞ্চুরি এসেছে। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। প্রথম টেস্টে চোট পাওয়ার পর দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি , চোট সরিয়ে তৃতীয় টেস্টের দুরন্ত ইনিংস খেললেন তিনি। ১১০ রান করে এখনো অপরাজিত রয়েছেন।

আরো একটি তাৎপর্যপূর্ণ ইনিংস সারফরাজ খানের , আজই তার টেস্ট অভিষেক হয়েছে। আর অভিষেক টেস্টেই দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। ৬৬ বলে ৬২ রানের ইনিংসটি থেমে যায় দুর্ভাগ্যজনক রান আউটের কারণে। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ৩২৬ রান। অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা, ও কুলদীপ যাদব। অনেকটাই সুবিধাজনক জায়গায় অবস্থান করছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =