নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: করোনা কালে গত দু’বছর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়নি । এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হলো ৭ মার্চ সোমবার থেকে । কোভিড আবহে পরীক্ষার্থীদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ১৯৯টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে । জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫,৪৪৯ জন, যার মধ্যে ছাত্রীর সংখা ৩১৩১৪ এবং ছাত্র ২৪১৩৪ জন ।
প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে একটি করে সিক রুম রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা সেকেণ্ডারি দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি, ছাত্রছাত্রীদের মাস্ক, স্যানিটাইজার এবং করোনা ভ্যাক্সিনের সার্টিফিকেট আনতে বলা হয়েছে। স্কুলের তরফে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা তাই অনেকেই সময়ের অনেক আগে পরীক্ষা কেন্দ্রগুলিতে এসে উপস্থিত হয়েছে।
পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শাসকদলের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে তাদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়। ফুল, জল, কোল্ডড্রিংস, পেন ইত্যাদি দিয়ে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অভিভাবকদের বিশ্রামের জন্য অস্থায়ী টেন্টের ব্যবস্থা করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে। এরকমই একটি অনুষ্ঠানে বর্ধমানের রায়ান উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধিত করতে হাজির ছিলেন বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কাকলি গুপ্ত তা।