নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ৮,জুন :: অ-অদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করা হচ্ছে, সরকারি মদতে সি আর আই -র রিপোর্টের পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের এসটি তালিকাভুক্তকরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নামলো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন।
তাদের ডাকে বৃহস্পতিবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হচ্ছে বনধ। এদিকে আদিবাসীদের ডাকা বনধে সকাল থেকে বন্ধ বেসরকারি বাস, শুনসান বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বর। এদিকে এই বাস বন্ধের জেরে চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।