নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ১,নভেম্বর :: আবারও র্যাগিংয়ের শিকার কলেজ পড়ুয়া। কলকাতার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র সোহম সরকার। অভিযোগ কলেজের সিনিয়রদের বিরুদ্ধে ।
১১ অক্টোবর বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় পড়ুয়ার। গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সিনিয়রদের একটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি বুঝতে না পেরে সোহম সরিও পর্যন্ত বলে সিনিয়রদের। তারপরেও রীতিমত রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে সেদিন।
পুজোর পরে সোমবার থেকে খুলেছে কলেজ। মঙ্গলবার কলেজে আবারও মারধর করা হয় তাঁকে । মঙ্গলবার গাড়িতে বসে সে যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাকে বিনা কারণে সিনিয়ররা বাইরে টেনে হিজড়ে বের করে মারধর করে। শরীরে একাধিক জায়গায় ক্ষতর চিহ্ন। ছিড়ে দেওয়া হয় সোহমের জামা। কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সোহম সরকার । ইতিমধ্যে আনন্দপুর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।