নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৪,জুন :: লক্ষাধিক বাংলাদেশী গর্ভনিরোধক ট্যাবলেট বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় বিএসএফের জালে পাচারকারী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা।
এদিন ভোররাতে তারালির বাসিন্দা ইমাম হোসেন ঢালী টোটোয় করে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের দিকে যাচ্ছিল। সেই সময় সীমান্তে টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের ওই ব্যক্তির চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তারা তাকে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ ৩৪ হাজার পিস বাংলাদেশি গর্ভনিরোধক ট্যাবলেট।
ধৃত পাচারকারী সহ উদ্ধার হওয়া গর্ভনিরোধক বড়ি গুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। অপরদিকে ওই একই সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানদের নজরে আসে পাচারকারীরা মাদক পাচারের জন্য জড়ো হয়েছিল।
তারা পাচারকারীদের ধাওয়া করলে পাচারকারীরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগের তল্লাশি চালিয়ে বিএসএফ ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। উদ্ধার হাওয়া গাঁজাও তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।